সম্পাদকীয়
“কার্তিকের কুয়াশা” নামে একবার ২০০১ সালে আন্তর্জালে এক সাহিত্য পত্র
প্রকাশের প্রয়াস শেষমেষ বাস্তবায়িত করা হয়ে ওঠেনি শুধু সময়ের অভাবে l
২০১১ সালের প্রায় শেষ প্রান্তে এসে আজ আবার মনে হচ্ছে কুয়াশার
অবগুন্ঠন সরিয়ে বেরিয়ে আসুক নবীন কবি ও লেখক, নবান্নের ঘ্রাণে ভরে উঠুক
আবার বাংলা সাহিত্যের মাঠ-ঘাট-প্রান্তর, আধ মরাদের ঘা মেরে তাঁরা
বাঁচাক; নবীন এবং কাঁচার খোঁজেই “কার্তিকের কুয়াশা”র এই নবযাত্রা l
আপনি কখনো লেখেননি, আপনার এটাই প্রথম লেখা বা আপনার লেখা কোথাও
প্রকাশিত হয় নি? আপনাকেই আমরা খুঁজছি, আপনার কাঁচা লেখাটাই আজ বড় দরকার
আধমরা লেখকদের ঘা মেরে বাঁচানোর এই দুঃসময়ে l
“কার্তিকের কুয়াশা” হতে যাচ্ছে সমকালীন সাহিত্যের এক সাময়িকী বিশেষ
l সমকালীন সাহিত্য বলতে সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রচিত
সাহিত্যকেই বোঝায় l সমকালীন সাহিত্যের অনুসন্ধান যে শুধু নতুনত্বে বা
“অভিনবত্বে” সীমাবদ্ধ তা ধারণা করলে অন্যায় হবে l একটি অভিনব লেখা,
একটি অভিনব কবিতা বা একটি অভিনব ছোট গল্প স্বাভাবিক ভাবেই আপেক্ষিক l
নব লেখাটির দাবিকৃত অভিনবত্বের এবং বৈসাদৃশ্যের বা বৈশিষ্ট্যের
প্রমানের জন্য অবশ্যই প্রয়োজন পড়ে প্রতিতুলনার একটি প্রকৃত অবস্থান
বিন্দু l ফলত কোনো কিছুকেই সত্যিকারের অভিনব হিসেবে প্রমান করা যায় না
l নতুনত্ব তাই ইতিহাসের দাসত্ব মেনে নেয় l কবি শামসুর রাহমান কি কারণে
বিশেষ এক কবি, তাঁর কবিতায় নতুনত্বই বা কি তা বুঝতে হলে অবশ্যই
পূর্বসুরী একজন কবির সাথে তাঁর কবিতার সাহিত্যিক এক প্রতিতুলনার
প্রয়োজন পড়ে l রবি ঠাকুর আদিতম কবি হলে তাঁর কবিতায় ‘নতুনত্ব’ অর্থহীন
হয়ে দাঁড়াত l সাহিত্যের ক্ষেত্রে বর্তমান কালের অনিশ্চয়তা অতীত কালের
অনিবার্যতার ভেতরই নিমজ্জিত l যদিও সময় বদলে যাচ্ছে প্রতিনিয়ত তার
রূপ, শিল্প সততই অপরিবর্তিত বোধ এবং প্রত্যয়ের এক শুভবিবাহে l এই
বন্ধন, এই সূচনা বিন্দু থেকে শিল্পের মুক্তি নেই, আর তাই পালাতে পারে
না ঐতিহ্য হতে, ইতিহাস বারবার বিবেচনা ও পুনর্বিবেচনা করেছে শিল্পের এই
উত্পত্তিকে l সাহিত্যের সমালোচক তুখোড় কোনো পণ্ডিত হয়তো সাহিত্যে ‘কাল
জয়’ কে উপেক্ষা, অবজ্ঞা বা উপহাস করে বলবেন কিছুই চিরস্থায়ী নয় l
নতুনত্ব তা সে যতই নতুন হোক না কেন, শিল্পের এই মৌলিক সূচনা বিন্দু কে
স্থানচ্যুত করতে ব্যর্থ প্রমানিত হয়েছে l নবীন পাঠক আজো রবীন্দ্রনাথ
ঠাকুর বা লেভ তলস্তয়ের প্রভাব থেকে মুক্ত নন l
পাঠক, লেখক এবং যাঁরা লেখা পাঠিয়েছেন তাঁদেরকে অনেক অনেক ধন্যবাদ l
অসংখ্য লেখা, প্রায় ত্রিশটি দেশ থেকে আমরা পেয়েছি, অনেক বেশি কৃতিত্ব
প্রশংসার যোগ্য লেখা এসেছে যা এক সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয় নি l
চঞ্চল জামান
টরন্টো, ক্যানাডা, ২৫ আগস্ট, ২০১১
editor@kartiker-kuasha.nauba-aloke-bangla.com
Share on Facebook