দিল-ই-নাদানের শের
সজল শর্মা
সাকির হাতে রাখলে কি হাত সেই হাতেরই পরশ মেলে?
সেই সে হাতে জীবন মরণ সে হাত শুধু আগুন জ্বালে।।
*
মাতম কেন গাইছে সবাই প্রাণ তো আমার যায়নি চলে?
বাহারে কি সাজে না ফুল, শৈত রাতে ঝরবে বলে?
*
রোদ ঢলে যায়, দিন চলে যায়,
এভাবেই আসে রোজ সাঁঝের বেলা।
রাত বেড়ে যায়, আসর সাজায়,
ভোর হতে ভেঙ্গে যায় সুহৃদের মেলা।।
*
যাবার বেলায় বিদায় ভেলায়,
জ্বালে কি কেউ আশীষের দীপ?
বেহুলাও তেমন একা ছিল,
বাসী ছিল তার সোহাগের টিপ।।
*
সুখের রাতি জ্বালিয়ে বাতি
এক নিমিষেই শেষ হয়ে যায়।
আগর তখনও ছাঁই এর স্তুপে
বিতানো রাত ভেবে যায়।।
*
ফুলের মালা বাড়ায় জ্বালা,
সেই জ্বালাতে রাত্রি পার।
সোহাগের কি আর সময় আছে,
পেয়ালা খালি-এটুকুই সার।।
*
পাগল আমি সবার কাছে,
যদিও কিছু করিনি বেশ।
পেয়ালা ভরি- সে হয় খালি,
এই তো আমার কাহিনীর শেষ।।