কার্তিকের কুয়াশা

 

প্রকাশিত হলো কার্তিকের কুয়াশার অষ্টম নভো সংখ্যা । ইংরেজ কবি ‘কোলরিজ’ বলেছিলেন, ‘কবিতা হচ্ছে শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ ব্যুহ’। এ সংখ্যা সম্পাদনার সময়, পান্ডুলিপিগুলো পড়তে বসে , গদ্য পদ্য উভয়েই ‘শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ ব্যুহ ’ খুঁজে ফিরেছি l নতুন কোন অনলাইন সাহিত্য পত্রিকায় প্রাপ্ত পান্ডুলিপির ভেতর পূর্বাপর একই রকম উচ্চ মানের রচনা খুঁজে পাওয়া সহজ কোন কাজ নয়। তবু আমি বিশ্বাস করি এ সংখ্যায় প্রকাশিত লেখাগুলি পাঠককে অনেকভাবে বিস্মিত, আবেগকম্পিত এবং আন্দোলিত করবে l যেহেতু কার্তিকের কুয়াশা অনুপ্রাণিত হয়েছে নবীনদের দ্বারাই এবং পত্রিকার নামকরণেও প্রত্যক্ষভাবে রয়েছেন নবীনরাই তাই প্রাপ্ত পান্ডুলিপির ভেতর আমি খুঁজে ফিরেছি ঐ নবীনকেই। অভীষ্ট লক্ষ্যে স্থির এবং পাঠক মনে নতুন প্রতীতি সৃষ্টির যথার্থ ও তীক্ষ্ণ এক রচনাশৈলী খুঁজে ফিরেছি পান্দুলিপিগুলোর ভেতর l

প্রায় একত্রিশ বছর আগে আমি সত্যিকারভাবে সাহিত্যের পত্রিকা সম্পাদনা করেছি। এখন সখের সম্পাদনা l ছুটি ছাটায়, শনিবার রোববারে, অবসরে একটু শৌখিনতার মতো l এতদিন পরও সম্পাদকের আসনে চেপে বসতে খুব বেশি বেগ পেতে হয় নি। মনে হয়েছে যেন ঐ আসন কখনই আসলে ছেড়ে যাইনি l কার্তিকের কুয়াশার কয়েকটি সংখ্যা সম্পাদনা করতে গিয়ে আমি পত্রিকা সম্পাদনার ব্যাপারে দুটি বিষয়ে নিশ্চিত হয়েছি; প্রথমতঃ এ এক ভীষণভাবে পরিশ্রমের কাজ l দ্বিতীয়তঃ সম্পাদনা শেষে চূড়ান্ত পর্বে উন্নীত একগুচ্ছ সুখপাঠ্য রচনার দিকে তাকিয়ে অনাবিল যে আনন্দ হয়, তার কোনো তুলনা নেই l

শুরু থেকেই আমি ‘সাহিত্যের দলাদলি’ মনোভাবকে এড়িয়ে যেতে চেয়েছি, চেয়েছি সাহিত্যের সনাতন বেঁধে দেওয়া রীতিনীতিকে পরিহার করতে। তার পরিবর্তে উৎসাহিত করেছি লেখকের নিজস্ব কথা এবং চিন্তাকে। জোর পূর্বক বাঁধা বিবিধ সীমারেখাগুলোকেও অগ্রাহ্য করতে চেয়েছি অনেকটা ইচ্ছে করে। বহুলপ্রচলিত ভাবনার গতিপথ এবং সংস্কৃতি আর শৈলীর প্রাগ্রসর চিন্তাচেতনার মধ্যকার সীমারেখা, সাহিত্যিক প্রকারভেদ (literary genres) ইত্যাদি এড়িয়ে যেতে চেয়েছি l ফলাফলটি আমার মতে চমৎকার l আমি নিশ্চিত এমন আকর্ষনীয় এবং প্রানবন্ত লেখার সম্ভার দেখে আপনারাও মুগ্ধ হবেন l

চঞ্চল জামান
২১শে মে, ২০১২